সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফিলিস্তিনিরা সত্যের পক্ষে, তারাই বিজয়ী হবে: ইরানের প্রেসিডেন্ট

পোস্ট হয়েছে: নভেম্বর ৪, ২০২৩ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ফিলিস্তিন সত্য ও ন্যায়ের ফ্রন্টে রয়েছে, ফিলিস্তিনিরাই বিজয়ী হবে। পশ্চিম ইরানের ‘বানে’ শহরে  শুক্রবার এক জনসমাবেশে তিনি এ কথা বলেন।

রায়িসি আরও বলেছেন, গাজায় মাত্র কয়েক দিনে চার হাজার শিশুকে নির্মমভাবে হত্যা করেছে দখলদার ইসরাইল। আজ ফিলিস্তিনে যা ঘটছে তা ইরানের বিরুদ্ধে ইরাকের বাথ পার্টির চাপিয়ে দেওয়া যুদ্ধের কথাই স্মরণ করিয়ে দেয়। সে সময় যে অপরাধী চক্র ইরানে বিপর্যয় সৃষ্টি করেছিল আজও সেই অপরাধী চক্রই ফিলিস্তিনে অপরাধযজ্ঞ চালাচ্ছে। সেই আমেরিকাই, সেই বাতিল শক্তিই আজ ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, সে সময় যদি ইরানে হামলা চালানোর জন্য অপরাধী সাদ্দাম, আমেরিকা ও ইউরোপের দেশগুলোর বিচার করা হতো তাহলে আজ তারা ফিলিস্তিনিদের সব কিছু কেড়ে নেয়ার সাহস পেত না।

গাজায় ইসরাইলি হামলায় এ পর্যন্ত নয় হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন। সেখানকার ঘরবাড়ি, হাসপাতাল ও শরণার্থী শিবির মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে দখলদার ইসরাইল। পার্সটুডে/