সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফিলিস্তিনিরাই চূড়ান্তভাবে পরিপূর্ণ বিজয় অর্জন করবে: ইরানের সর্বোচ্চ নেতা

পোস্ট হয়েছে: অক্টোবর ১৫, ২০২৩ 

news-image

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ফিলিস্তিন ও গাজা হচ্ছে ইসলামি শক্তির প্রকাশস্থল। আজ ফিলিস্তিনে যা ঘটছে তাতে ইসলামি শক্তির বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে।

শনিবার নাইজেরিয়ার সংগ্রামী আলেম হুজ্জাতুল ইসলাম শেইখ ইব্রাহিম জাকজাকি ও তার পরিবারের সদস্যদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

সর্বোচ্চ নেতা আরও বলেন, মহান আল্লাহর রহমতে ফিলিস্তিনিরা যে সংগ্রাম শুরু করেছে তা সামনের দিকে এগিয়ে যাবে এবং চূড়ান্তভাবে ফিলিস্তিনিরা পরিপূর্ণ বিজয় অর্জন করবে।

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ফিলিস্তিনে গত কয়েক দিন ধরে যা ঘটছে বিশেষকরে যেভাবে বোমা মেরে শিশু ও নারী-পুরুষকে হত্যা করা হচ্ছে তা মানুষের হৃদয়কে মারাত্মকভাবে আহত করছে। ফিলিস্তিনি জনগণকে সাহায্য-সহযোগিতা করা এখন মুসলিম বিশ্বের সবার দায়িত্ব।

এছাড়া তিনি বলেন, ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে ক্রমেই ইসলামি প্রজাতন্ত্র ইরান শক্তিশালী হয়েছে এবং ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। / পার্সটুডে/