মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি প্রকাশ ইরানি অভিনেতাদের

পোস্ট হয়েছে: মে ২০, ২০২১ 

news-image

ফিলিস্তিনের গাজায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর হামলার বিরুদ্ধে ভুক্তভোগী ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন ইরানের অভিনেতারা। ফিলিস্তিনের নিরপরাধ নারী-শিশুদের ওপর ইসরাইলি আগ্রাসনের তীব্র নিন্দা জানান তারা।

ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে নিন্দা ও ভুক্তভোগী ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি প্রকাশ করা অভিনেতাদের মধ্যে রয়েছেন সেরা অভিনেতা হিসেবে অরিজন্তি অ্যাওয়ার্ড বিজয়ী নাভিদ মোহাম্মাদজাদেহ। জালিভান্দ ব্রাদার্সের প্রশংসিত ড্রামা ‘নো ডেট, নো সিগনেচার’ এ অভিনয়ের জন্য ইতালিতে ৭৪তম ভেনিস চলচ্চিত্র উৎসবে তিনি এই পুরস্কার লাভ করেন।

নাভিদ ইসরাইলি নৃশংস হামলায় ভুক্তভোগী এক ফিলিস্তিনি মেয়ের ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটি অস্কার বিজয়ী ড্রামা ‘এ সেপারেশন’ এর তারকা পেইমান মাদিও শেয়ার করেন। এই ধরনের ভিডিও ইরানের অনেক অভিনেতা-অভিনেত্রী শেয়ার করে ইসরাইলি বর্বরতার নিন্দা ও ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন। সূত্র: তেহরান টাইমস।