ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ প্রতিরোধ ইসরাইলের ধ্বংসকে নিকটবর্তী করেছে: ইরানের সেনাবাহিনী
পোস্ট হয়েছে: মে ২২, ২০২১
ইসলামী প্রজাতন্ত্র ই৩রানের সেনাবাহিনী আজ (শনিবার) ঘোষণা করেছে, ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ প্রতিরোধ দখলদার ইসরাইলের ধ্বংসকে নিকটবর্তী করেছে।
দখলদার ইসরাইলের বিরুদ্ধে বিজয়ে ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী আরও বলেছে, দখলদার ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনের মজলুম জনগণের ১২ দিনের সংগ্রামের মধ্যদিয়ে মিথ্যার বিরুদ্ধে সত্যের বিজয়ের ঐশী প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনিদের এবারের প্রতিরোধ নয়া অধ্যায়ের সূচনা করেছে এবং নিশ্চিতভাবে বলা যায় বায়তুল মুকাদ্দাস মুক্ত না হওয়া পর্যন্ত প্রতিরোধ অব্যাহত থাকবে।
ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের ব্যর্থতার কথা তুলে ধরে এটাকে মাকড়সার ডোম হিসেবে উল্লেখ করেছে ইরানের সেনাবাহিনী।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এক বার্তায় ফিলিস্তিনিদের অভিনন্দন জানিয়ে বলেছেন, আগামী দিনগুলোতে ফিলিস্তিন আরো বেশি শক্তিশালী এবং ফিলিস্তিনি তরুণ সমাজ ও প্রতিরোধ সংগঠনগুলোর মোকাবিলায় ইহুদিবাদী ইসরাইল আরো বেশি দুর্বল হয়ে পড়বে।
সর্বোচ্চ নেতা বলেন, বিগত কয়েক দিনে এক বড় ধরনের পরীক্ষায় সম্মানজনকভাবে উতরে গেছে ফিলিস্তিনি জনগণ। পার্সটুডে/