বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফিলিপাইন উৎসবে যাচ্ছে ইরানের ‘ইমিগ্র্যান্ট’

পোস্ট হয়েছে: জানুয়ারি ২, ২০২২ 

news-image

ইরানি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইমিগ্র্যান্ট’ ফিলিপাইনের ৮ম ‘বাকুনাওয়া ইয়ং সিনেমা’ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবে।মারজিয়েহ মান্দেগারি পরিচালিত ও রচিত ‘ইমিগ্র্যান্ট’ ফিলিপাইনের বাকুনাওয়া ইয়াং সিনেমা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের ৮ম পর্বে দেখানো হবে। এ নিয়ে ৫ম কোনো আন্তর্জাতিক উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।‘ইমিগ্র্যান্ট’ দক্ষিণ আফ্রিকার “আফটার লাইফ” উৎসবেও অংশ নিতে চলেছে।এর আগে মান্দেগারির স্বল্পদৈর্ঘ্যটি ইতিমধ্যেই ১৯তম আর্মেনিয়ান “ওয়ান শট” চলচ্চিত্র উৎসব, ইতালিয়ান সিনেমাজিয়া এবং ৩৮তম তেহরান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়৷ সূত্র: মেহর নিউজ এজেন্সি।