বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফিলিপাইনে দুই ইরানি ছবির পুরস্কার জয়

পোস্ট হয়েছে: মার্চ ৯, ২০২২ 

news-image

ফিলিপাইনের পাম্বুজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছে ইরানি ছবি “দ্য ডিসেন্ডেন্টস” এবং “জাফেরানিয়েহ, নেয়ার সানসেট”।গত শুক্রবার উৎসবে পূর্ণদৈর্ঘ্য বর্ণনামূলক চলচ্চিত্র প্রতিযোগিতায় ইয়াসের তালেবি পরিচালিত “দ্য ডিসেন্ডেন্টস” সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে।চলচ্চিত্রটিতে জ্যাকবের পরিবারকে তাদের ছেলে ফারুখকে নিয়ে চিন্তিত হতে দেখা যায়। ফারুক তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য ইরান ছেড়ে চলে গেলেও দীর্ঘদিন ধরে তিনি পরিবারের সাথে যোগাযোগ করেননি। জ্যাকব তার ছেলের খোঁজে সুইডেনে যান।এই বিভাগে মোহাম্মদ খাররাতজাদেহ পরিচালিত তেহরানের মাদকাসক্তির ওপর নির্মিত নাটক “জাফেরানিয়েহ, নেয়ার সানসেট” রানার আপ পুরস্কার লাভ করেছে।উৎসবের সেরা চলচ্চিত্রের পুরস্কার বিজয়ীদের মধ্যে আরও রয়েছে ভাদিম শমেলিভ পরিচালিত রুশ যুদ্ধ নাটক “দ্য ফাইনাল স্ট্যান্ড”। সূত্র: তেহরান টাইমস।