বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফিবা এশিয়া কাপের কোয়ার্টারে ইরান

পোস্ট হয়েছে: জুলাই ২০, ২০২২ 

news-image

ফিবা এশিয়া কাপের গ্রুপ সি-তে জাপানকে হারাল ইরান বাস্কেটবল দল। রোববার ২০২২ ফিবা এশিয়া কাপে প্রতিপক্ষকে ৮৮-৭৬-এ পরাজিত করে ইরানি দল।হামেদ হাদ্দাদি এবং বেহনাম ইয়াখচালি ২১ পয়েন্ট নিয়ে ইরানকে এগিয়ে নেন। অন্যদিকে জাপানের ইউটা ওয়াতানাবে দলের হয়ে সর্বোচ্চ ১৭ পয়েন্ট সংগ্রহ করেন।সাইদ আরমাহানির ছেলেরা এর আগে গ্রুপ পর্বে সিরিয়া ও কাজাখস্তানকে পরাজিত করে। বুধবার চাইনিজ তাইপে ও জর্ডান ম্যাচের বিজয়ী দলের সঙ্গে খেলবে ইরান।২০২২ ফিবা এশিয়া কাপ ১২ জুলাই ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়ে শেষ হবে ২৪ জুলাই। সূত্র: তেহরান টাইমস।