সোমবার, ৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফিফা র‌্যাঙ্কিংয়ে ইরানের পাঁচ ধাপ উন্নতি

পোস্ট হয়েছে: আগস্ট ১৫, ২০২১ 

news-image

সর্বশেষ প্রকাশিত ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে ৫ ধাপ উন্নতি করেছে ইরানের জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়।

করোনাভাইরাস মহামারির কারণে ড্রাগন স্কোসিকের দল দীর্ঘ বিরতির পর গেল জুনে মাঠে ফিরে। এশিয়ান বাছাইপর্বের রাউন্ড-২ এর অবশিষ্ট ম্যাচগুলো দিয়ে পুনরায় মাঠে নামে ফারসি দল।

এশিয়ান বাছাইপর্বের ওই বাকি ম্যাচগুলো খেলতে ইরানি জাতীয় ফুটবল দল বাহরাইন সফর করে। চার ম্যাচের সবকটিতে জয় লাভ করে শতভাগ রেকর্ড নিয়ে রাউন্ড-৩ এ উত্তীর্ণ হয় দলটি।

ফারসি চিতারা হংকং, কম্বোডিয়া, বাহরাইন ও ইরাকের বিরুদ্ধে টানা জয় লাভ করে র‌্যাঙ্কিংয়ে ২৬তম স্থানে উঠে আসে।ফিফার পরবর্তী পুরুষ বিশ্ব র‌্যাঙ্কিং প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর। সূত্র: তেহরান টাইমস।