শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফিফা র‌্যাঙ্কিংয়ে এশিয়ায় শীর্ষে ইরানের ফুটসাল দল

পোস্ট হয়েছে: জানুয়ারি ২, ২০১৮ 

news-image

ফুটসালে বিশ্বে ৫ম সেরা দল হওয়ার গৌরব অর্জন করেছে ইরানের পুরুষ জাতীয় ফুটসাল দল। একই তালিকায় বরাবরের মতো এশিয়ায় প্রথম স্থান ধরে রেখেছে দেশটির জাতীয় টিম। ফিফা প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে এই চিত্র উঠে এসেছে।

২০১৭ সালের শেষে ফিফার র‌্যাঙ্কিং প্রকাশ করা হয়। এতে দেখা যায়, এশিয়ার সেরা দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে ইরানের পুরুষ জাতীয় ফুটসাল দল এবং বিশ্বে ৫ম স্থান অধিকার করেছে দেশটি।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বিশ্বে শীর্ষে রয়েছে ব্রাজিল। তারপরেই রয়েছে স্পেন, রাশিয়া ও আর্জেন্টিনা। তালিকায় ইরানের পরে ষষ্ঠ ও সপ্তম অবস্থানে রয়েছে ইতালি ও পর্তুগাল।

এ বছর এএফসি ফুটসাল চ্যাম্পিয়নশিপের ১৫তম টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এশিয়ার পুরুষ জাতীয় দলগুলোকে নিয়ে দ্বিবার্ষিক এই ফুটসাল চ্যাম্পিয়নশিপের আয়োজন করছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। তাইওয়ানে ১ থেকে ১১ ফেব্রুয়ারি টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। ২০১৮ এএফসি ফুটসাল চ্যাম্পিয়নশিপে এশিয়ার ১৬টি টিম প্রতিদ্বন্দ্বিতা করবে।

চলতি বছর এএফসি চ্যাম্পিয়নশিপের তৃতীয় গ্রুপে চীন, মিয়ানমার ও ইরাকের জাতীয় দলের বিরুদ্ধে লড়বে ইরানি টিম।

সূত্র: মেহর নিউজ এজেন্সি।