ফিফা র্যাঙ্কিংয়ে দুধাপ উন্নতি ইরানের নারী ফুটবল দলের
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১২, ২০২২

শুক্রবার প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ইরানের নারী ফুটবল দল দুই ধাপ এগিয়ে ৬৮তম স্থানে উঠে এসেছে।
গোটা বিশ্বের চোখ রয়েছে গত কয়েক সপ্তাহ ধরে চলা ফিফা বিশ্বকাপ কাতার ২০২২-এর দিকে। তবুও এই সময়টায় ইরানি নারীদের ফুটবল পারফরমেন্স থেমে থাকেনি।
অক্টোবর থেকে প্রায় ৪৮টি নারী আন্তর্জাতিক খেলা হয়েছে। সব মিলিয়ে সাম্প্রতিক ফিফা/কোকা-কোলা নারীদের বিশ্ব র্যাঙ্কিং-এ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।
সর্বশেষ এই র্যাঙ্কিংয়ে মার্কিন যুক্তরাষ্ট্র (১ম, -) প্রথম স্থান ধরে রেখেছে। ২০১৭ সাল থেকে শীর্ষ স্থানে রয়েছে দেশটি।ডিসেম্বর ২০২২ র্যাঙ্কিং-এ বিশ্বের ২১১টির মধ্যে প্রায় ১৮৭টি ফিফা সদস্য অ্যাসোসিয়েশনকে মূল্যায়ন করা হয়।পরবর্তী ফিফা নারীদের বিশ্ব র্যাঙ্কিং ২৪ মার্চ প্রকাশিত হবে। সূত্র: তেহরান টাইমস।