শনিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে লেবাননকে হারাল ইরান

পোস্ট হয়েছে: নভেম্বর ১৪, ২০২১ 

news-image

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে বৃহস্পতিবার লেবাননের জাতীয় দলকে হারিয়েছে ইরানের জাতীয় পুরুষ ফুটবল দল। এশিয়ার বিশ্ব কাপ বাছাইপর্বের গ্রুপ এ এর ম্যাচটি অনুষ্ঠিত হয় লেবাননের সাইদা আন্তর্জাতিক স্টেডিয়ামে। ইরানের জাতীয় ফুটবল দল প্রতিপক্ষ লেবাননকে ২-১ গোলে পরাজিত করে।ইরান ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্তও ধরাশায়ী ছিল। অতিরিক্ত সময়ের আগ পর্যন্ত দেশটি ১-০ গোলে পিছিয়ে ছিল। লেবাননের সুনি সাদ ৩৭ মিনিটের মাথায় গোল করেন। অন্যদিকে অতিরিক্ত সময়ে ইরানের সরদার আজমুন ও আহমাদ নুরুল্লাহি একটি করে গোল করে জয় ঘরে তোলেন।ইরান ১৩ পয়েন্ট নিয়ে এখনও গ্রুপ এ এর শীর্ষ স্থানে রয়েছে। ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া।সূত্র: মেহর নিউজ এজেন্সি।