ফিফা বিশ্বকাপে ইরানের মুখোমুখি ইংল্যান্ড-আমেরিকা
পোস্ট হয়েছে: এপ্রিল ৪, ২০২২
আসন্ন ২০২২ ফিফা বিশ্বকাপে ইরান জাতীয় ফুটবল দলের প্রতিপক্ষ নির্ধারণ হয়েছে। শুক্রবার রাতে দোহায় ড্র অনুষ্ঠিত হয়। এতে দেখা যাচ্ছে ফারসি চিতারা গ্রুপ বি-তে ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং স্কটল্যান্ড বনাম ইউক্রেন ম্যাচের বিজয়ীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে ।
ফিফা বিশ্বকাপ মিশনে ২১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ইরান। দেশটির জাতীয় দল ২৫ নভেম্বর উয়েফা পাথ এ-এর মুখোমুখি হবে এবং চার দিন পরে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে। ২০২২ বিশ্বকাপ ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কাতারের দোহাতে অনুষ্ঠিত হবে। ২০২২ ফিফা কাতার বিশ্বকাপের গ্রুপসমূহঃ গ্রুপ এ: কাতার, ইকুয়েডর, নেদারল্যান্ডস, সেনেগাল গ্রুপ বি: ইংল্যান্ড, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড/ওয়েলস/ইউক্রেন গ্রুপ সি: আর্জেন্টিনা, সৌদি আরব, মেক্সিকো, পোল্যান্ড গ্রুপ ডি: ফ্রান্স, ইউএই/অস্ট্রেলিয়া/পেরু, ডেনমার্ক, তিউনিসিয়া গ্রুপ ই: স্পেন, কোস্টারিকা/নিউজিল্যান্ড, জার্মানি, জাপান গ্রুপ এফ: বেলজিয়াম, কানাডা, মরক্কো, ক্রোয়েশিয়া গ্রুপ জি: ব্রাজিল, সার্বিয়া, সুইজারল্যান্ড, ক্যামেরুন গ্রুপ এইচ: পর্তুগাল, ঘানা, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া। সূত্র: তেহরান টাইমস।