বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফিফা বিশ্বকাপের জন্য গালিচা বুনলেন ইরানি শিল্পীরা

পোস্ট হয়েছে: জুলাই ৭, ২০২২ 

news-image

আসন্ন ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য দৃষ্টিনন্দন একটি বিশাল গালিচা বুনলেন ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাব্রিজের দুই ইরানি শিল্পী। ফিফা বিশ্বকাপের সাথে সম্পর্কিত ৩শ টিরও বেশি রঙ এবং বিষয়বস্তু দিয়ে তারা গালিচাটি বুনেছেন।

এটির পরিমাপ ২/১.৬ মিটার এবং এটি দুই বছরে বোনা হয়েছে। ভাইকে সাথে নিয়ে গালিচাটি বুনেছেন রেজা লামেই।রেজা বলেন, গালিচাটিতে ২ মিলিয়ন নট রয়েছে। এতে ১৯৩০ সাল থেকে আয়োজক দেশগুলির লোগো সহ অংশগ্রহণকারী দেশগুলির সব পতাকা এবং টুর্নামেন্টের সব প্রতীক চিত্রিত করা হয়েছে।

আন্তর্জাতিক ফ্ল্যাগশিপ ফুটবল ইভেন্টের সময় কার্পেটটি প্রদর্শনের জন্য রাখা হবে। সূত্র: ইরনা।