ফিফা বিশ্বকাপের এশিয়া বাছাইপর্বে ইরাককে হারাল ইরান
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ৯, ২০২১

২০২২ কাতার বিশ্বকাপের এশিয়া বাছাইপর্বে ইরাককে ৩-০ গোলে হারিয়েছে ইরানের জাতীয় ফুটবল দল। মঙ্গলবার রাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়।
কাতারের দোহায় অনুষ্ঠিত খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইরানের অধিনায়ক আলিরেজা জাহানবাখশ খেলা শুরুর তিন মিনিটের মাথায় গোলের খাতা খোলেন। তার শুরুর দিকের এই গোলে ম্যাচের বাকি সময়টাতে ব্যাহত হয় ইরাকের প্রতিরক্ষা কৌশল।
এক গোল নিয়েই প্রথমার্ধ্বের ম্যাচ শেষ হয়। এরপর দ্বিতীয়ার্ধ্বের ২৪ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন পোরতো স্ট্রাইকার মেহদি তারেমি। খেলার ৯০ মিনিটে টিম মেল্লির জন্য তৃতীয় গোলটি করেন আলি গোলিজাদে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।