সোমবার, ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফিফা প্রীতি ম্যাচ: উজবেকিস্তানের মুখোমুখি ইরান

পোস্ট হয়েছে: জুলাই ১২, ২০২০ 

news-image

আসন্ন ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে ইরান। ইরানের জাতীয় ফুটবল দল কমিটির প্রধান মেহদি খারাতি এই ঘোষণা দিয়েছেন।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) অফিসিয়াল ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, খারাতি নতুন প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফিফা প্রীতি ম্যাচগুলো ৩১ আগস্ট শুরু হয়ে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এফএফআইআরআই ইরানের জাতীয় দলের প্রীতি ম্যাচে অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে। যাতে করে ফিফা প্রীতি ম্যাচ চলাকালীন আমরা আমাদের টিমের জন্য কিছু ম্যাচের আয়োজন করতে পারি।

খারাতি জানান, তাশখন্দে ৭ সেপ্টেম্বর ইরান ও উজবেকিস্তানের মধ্যকার প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ইরান ও উজবেকিস্তান উভয় দেশ বর্তমান ২০২২ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের জন্য প্রস্তুতি নিচ্ছে। সূত্র: তেহরান টাইমস।