ফিফা পুসকাস অ্যাওয়ার্ডে তিন চূড়ান্ত প্রার্থীর মধ্যে ইরানের তারেমি
পোস্ট হয়েছে: জানুয়ারি ৬, ২০২২

ফিফা পুসকাস অ্যাওয়ার্ডের জন্য চূড়ান্ত মনোনীতদের নাম ঘোষণা করেছে ফিফা। চূড়ান্ত তিনজনের মধ্যে রয়েছেন ইরানের ফরোয়ার্ড মেহেদি তারেমি।
পোর্টো এই তারকাকে চ্যাম্পিয়ন লিগে চেলসির বিপক্ষে তার দুর্দান্ত বাইসাইকেল কিকের জন্য মনোনীত করা হয়েছে। সবচেয়ে নান্দনিকভাবে আনন্দদায়ক গোল করার জন্য বাছাই করা খেলোয়াড়কে এই পুরস্কার দেওয়া হয়। তারেমিকে গত বছরের ১৪ মার্চ আর্সেনালের বিরুদ্ধে গোলের জন্য টটেনহ্যামের সাবেক খেলোয়াড় এরিক লামেলার সাথে লড়তে হবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২২ জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।