বৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফিফা অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের কোয়ার্টারে ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ১৯, ২০১৭ 

news-image

মেক্সিকোকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ২০১৭ ফিফা অনুর্ধ্ব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ইরান। মঙ্গলবার ভারতের গুয়াহাটিতে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

আগামী রোববার কোয়ার্টার ফাইনালের ম্যাচে স্পেনের মুখোমুখি হবে ইরানি স্কোয়াড।মোহাম্মাদ শারিফির অসাধারণ পারফরমেন্সে খেলা শুরুর মাত্র সাত মিনিটের মাথায় প্রতিপক্ষকে পেছনে ফেলে এগিয়ে যায় ইরানি দল। প্রথম গোলটি আসে পেনাল্টি থেকে।

এরপর ফুটবলার আল্লাহিয়ার সাইয়েদমানেশ চার মিনিটের মাথায় ইরানি দলকে আরেকটু এগিয়ে নেন। মেক্সিকোর গোলরক্ষক সিজার লোপেজের মাথার ওপর দিয়ে বল গোল পোস্টে ঢুকিয়ে দেন তিনি।

অন্যদিকে, ৩৭ মিনিটের মাথায় মেক্সিকোর রোবার্তো ডি লা রোদা একটি গোল পরিশোধ করেন। এ নিয়ে ২-১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ইরান।

এর আগে ইরান গিনিকে ৩-১ গোল, জার্মানিকে ৪-০ ও কোস্টারিকাকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে। সূত্র: তেহরান টাইমস।