সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ফিজিক্স অলিম্পিয়াডে পাঁচ মেডেল জিতলো ইরান

পোস্ট হয়েছে: জুলাই ২৭, ২০১৭ 

news-image

আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডের (আইপিএইচও) ৪৮তম রাউন্ডে পাঁচটি মেডেল জিতেছে ইরানি পদার্থবিদরা। এর মধ্যে দু’টি স্বর্ণ ও তিনটি রৌপ্য পদক। এবারের ফিজিক্স অলিম্পিয়াড ইন্দোনেশিয়ার যোগজাকার্তা শহরে অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ইরানি পদার্থবিদ আলিরেজা দারভিশি ও আমিন রাভান বাক্স সোনার মেডেল জিতেছেন। অন্যদিকে, সৈয়য়েদ আরশিয়া রাজাভি, সৈয়য়েদ আলিরেজা মৌসাভি হোসেইন ও ইরফান আব্বাসগোলিনেজহাদ রুপার মেডেল পেয়েছেন।

চলতি বছরের পদার্থ অলিম্পিয়াডে পাঁচটি মেডেল অর্জন করে বিশ্বের মধ্যে ১১তম অবস্থান অধিকার করেছে ইরান। প্রতিযোগিতায় বিশ্বের ৮৬টি দেশের পদার্থবিদরা অংশগ্রহণ করেন।

৪৮তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াড ইন্দোনেশিয়ার যোগজাকার্তায় ১৬ জুলাই শুরু হয়ে চলে ২৪ জুলাই পর্যন্ত।