ফার্সের ১৮টি ঐতিহাসিক ভবন পেল জাতীয় ঐতিহ্যের মর্যাদা
পোস্ট হয়েছে: সেপ্টেম্বর ১৪, ২০২১
ইরানের ফার্স প্রদেশে একটি হাসপাতাল ও একটি কলেজসহ মোট ১৮টি ঐতিহাসিক ম্যানসন দেশটির জাতীয় ঐতিহ্যের তালিকায় যুক্ত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় প্রদেশটির গভর্নর জেনারেলকে দেওয়া ভিন্ন ভিন্ন চিঠিতে সোমবার এই ঘোষণা দিয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প মন্ত্রণালয়। খবর সিএইচটিএন এর।
প্রাচীন ফার্স অঞ্চল আচেনীয় সাম্রাজ্যের (খ্রিস্টপূর্ব ৫৫০ থেকে ৩৩০) প্রাণকেন্দ্র ছিল। সাইরাস দ্যা গ্রেট এটি প্রতিষ্ঠা করেন এবং এর রাজধানী ছিল পাসারগাদে। দারিউস ফার্স্ট দ্যা গ্রেট খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকে অথবা ৫ম শতকের শুরুর দিকে রাজধানী পারসেপোলিসে স্থানান্তর করেন।
শিরাজের রাজধানী শহরে ইরানের কিছু সবচেয়ে চমৎকার ভবন এবং দর্শনীয় স্থান রয়েছে। এখানে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা প্রতিনিয়তই বেড়ে চলেছে। সূত্র: তেহরান টাইমস।