বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফাজ্জা দুবাই বিশ্বকাপে ইরানের আমিনজাদের স্বর্ণ জয়

পোস্ট হয়েছে: মার্চ ৪, ২০২৪ 

news-image

ইরানের আহমাদ আমিনজাদে শনিবার ফাজ্জা বিশ্বকাপে পূর্বের রেকর্ড ভেঙে সোনার পদক জিতেছেন।
আমিনজাদে +১০৭ কেজি বিভাগে বিজয়ী হয়েছেন। তিনি ২৬৭ কেজি ওজন তুলে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক জিতেছেন। এই জয়ের মধ্য দিয়ে আমিনজাদে বিভাগের শীর্ষস্থান দখলের পাশাপাশি প্যারিসে ২০২৪ প্যারালিম্পিক গেমসের টিকিট নিশ্চিত করেছেন।

সতীর্থ মেহেদি সায়াদি শক্তিশালী পারফরম্যান্স সত্ত্বেও ২৩১ কেজি ওজন তুলে চতুর্থ স্থান অর্জন করে অল্পের জন্য পদক হাতছাড়া করেন।

প্যারা পাওয়ারলিফটিং ক্যালেন্ডারের গুরুত্বপূর্ণ ইভেন্ট ফাজা বিশ্বকাপে ৩২টি দেশের ১৮৩ জন পাওয়ারলিফটার অংশ নেয়।আগের দিন ইরানের মোহসেন বখতিয়ার পুরুষদের ৫৯ কেজি পর্যন্ত ১৯৬ কেজি উত্তোলন করে সোনার পদক জিতেন।

বুধবার থেকে শুরু হওয়া এই চ্যাম্পিয়নশিপ ৬ মার্চ পর্যন্ত চলবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে।

সূত্র: তেহরান টাইমস