ফাজা প্যারা আর্চারি ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের ফাইনালে নেমাতি
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২৫, ২০২১
ফাজা প্যারা আর্চারি ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করলেন ইরানের জাহরা নেমাতি। বুধবার দুর্দান্ত পারফরমেন্সের মধ্য দিয়ে টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে উঠে যান তিনি।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান ইভেন্টে বিশ্বের ১১টি দেশের ৭০ জনের অধিক প্যারা তীরন্দাজ অংশ নিয়েছেন।
ব্যাক টু ব্যাক প্যারালিম্পিক চ্যাম্পিয়ন নেমাতি ইউক্রেনের নাটালিয়া মালিখকে নারীদের সেমি ফাইনালে ৬-০ পয়েন্টে পরাজিত করেন। শুক্রবার ফাইনাল রাউন্ডে তিনি তুরস্কের সেনগুল ইয়াগমুরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সূত্র: তেহরান টাইমস।