ফাজা অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ইরানের তিন মেডেল
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৪, ২০২১
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ফাজা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের প্রথম দিন তিনটি স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক জিতেছেন ইরানি প্যারা-অ্যাথলেটরা।
আন্তর্জাতিক এই প্রতিযোগিতার প্রথম দিন অন্ধ এবং দৃষ্টি প্রতিবন্ধী অ্যাথলেটস বিভাগে ওজন নিক্ষেপ করে রৌপ্যপদক লাভ করেন সামান পাকবাজ। তিনি বি২ শ্রেণিতে ১৪ মিটার ও ৯৬ সেন্টিমিটার দূরত্বে ওজন নিক্ষেপের রেকর্ড করে ইরানি দলের পক্ষ থেকে প্রথম পদক লাভ করেন।
বি৩ ১০০মিটার শ্রেণিতে ১১ দশমিক ১৬ সেকেন্ডে টার্গেট পূরণ করে ব্রোঞ্জপদক জিতেছেন ইরানের অপর অ্যাথলেট ভাহিদ আলি নাজিমি।
ফাজা আন্তর্জাতিক অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের প্রতিবন্ধী বিভাগে ৫৪/৫৩ চাকতি নিক্ষেপে হামেদ আমিরি প্রথম স্থান দখল করেছেন। তিনি সর্বোচ্চ ৩০ দশমিক ৯৬ মিটারে চাকতি নিক্ষেপের রেকর্ড করেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।