সোমবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফাও পোস্টার প্রতিযোগিতায় ইরানি শিশু আত্রিনের ফের পুরস্কার লাভ  

পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৩, ২০২০ 

news-image

ইরানের ৭ বছরের কন্যা শিশু আত্রিন আফসারি তাভান বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে ফাও আয়োজিত পোস্টার প্রতিযোগিতায় দ্বিতীয়বারের মত পুরস্কার লাভ করেছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাও টুইটে এ তথ্য জানিয়েছে। গত বছর ফাওয়ের একই পুরস্কার পেয়েছিল আত্রিন। আত্রিনের পোস্টারের শিরোনাম ছিল ফারমার্স আর দি বেস্ট চ্যাম্পিয়নস ইন দি ওয়ার্ল্ড:২০২০। সারাবিশ্বের শিশুদের কাছে এ পোস্টার প্রতিযোগিতার আহ্বান করেছিল ফাও। প্রতিযোগীদের বয়স ছিল ৫ থেকে ১৯ বছর। এ ধরনের পোস্টারে প্রতিযোগীরা তাদের খাদ্য উৎপাদক বা কৃষকদের নায়ক হিসেবে উপস্থাপন করে। বিশ্বে   ধরনের নায়কের অভাব নেই। তা কেউ কৃষক হোকচালকদোকানের কর্মীফুড ব্যাংক বা সরকারি প্রতিনিধি। বিশেষত কোভিড-১৯ মহামারির সময় তাদের জন্যে খাদ্য উৎপাদনের পর তা আমাদের খাবার টেবিলে পৌঁছে দেয়া কম থা নয়। মেহর নিউজ