বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফরাসি চলচ্চিত্র উৎসবে সেরা ছবি ‘এক্সাম’

পোস্ট হয়েছে: এপ্রিল ২৮, ২০২০ 

news-image

ফ্রান্সের ক্রেটেইল ইন্টারন্যাশনাল নারী চলচ্চিত্র উৎসবে সেরা ছবির খেতাব কুড়িয়েছে চলচ্চিত্রকার সোনিয়া হাদ্দাদ পরিচালিত ইরানি স্বল্পদৈর্ঘ্য ‘এক্সাম’। ছবিটি চলচ্চিত্র উৎসবের এবারের ৪২তম আসরের আন্তর্জাতিক বিভাগ থেকে সেরা ছবির অ্যাওয়ার্ড জিতেছে।
 
‘এক্সাম’ ছবিটিতে কিশোর বয়সী এক মেয়ের গল্প তুলে ধরা হয়েছে। সে একজন বায়ারের কাছে অবৈধ মাদকদ্রব্যের একটি প্যাকেট সরবরাহ করার প্রক্রিয়ায় জড়িয়ে পড়ে। এতে সে এক অদ্ভূত ঘটনাচক্রে আটকে যায়।

স্বল্পদৈর্ঘ্যটি ৪২তম ক্রেটেইল ইন্টারন্যাশনাল ওমেন্স ফিল্ম ফেস্টিভ্যালের অংশ গ্রহণের জন্য মনোনীত হয়। প্রতি বছর ফ্রান্সের প্যারিসে উৎসবটি অনুষ্ঠিত হয়। মেধাবী নারী চলচ্চিত্র নির্মাতাদের ছবি প্রদর্শনের জন্য জ্যাকি বুয়েট ১৯৭৮ সালে চলচ্চিত্র উৎসবটি প্রতিষ্ঠা করেন।

ক্রেটেইল ইন্টারন্যাশনাল নারী চলচ্চিত্র উৎসবের এবারের ৪২তম আসর ১৩ থেকে ২২ মার্চ অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।