শুক্রবার, ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফরাসি চলচ্চিত্র উৎসবে প্রধান পুরস্কার জিতল ইরানি ছবি

পোস্ট হয়েছে: অক্টোবর ২৫, ২০১৮ 

news-image

ফ্রান্সের সিন দা নুইট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রধান পুরস্কার জিতেছে ইরানি প্রামাণ্যচিত্র ‘উইমেন উইথ গানপাওডার ইয়ারিংস’। চলচ্চিত্র নির্মাতা রেজা ফারাহমান্ড পরিচালিত ছবিটি ফরাসি চলচ্চিত্র উৎসবটির এবারের ১৬তম আসর থেকে এই অ্যাওয়ার্ড লাভ করে।

‘উইমেন উইথ গানপাওডার ইয়ারিংস’ এ  নুর আল হেল্লি নামে ইরাকের এক নারী সাংবাদিকের কাহিনি তুলে ধরা হয়েছে। যিনি ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে যুদ্ধে সিরিয়া ও ইরাকের নারী ও শিশুদের ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকেন।

প্রামাণ্যচিত্রটি সম্পর্কে দেয়া বিবৃতিতে জুরি বোর্ড ফারাহমান্দের সাহসের প্রশংসা করেন। ওই নারী সাংবাদিক অত্যন্ত সাহসিকতার সাথে ঘটনার খুব কাছ থেকে ছবি তোলেন।তার এমন সাহস দর্শকদের কঠিন দুশ্চিন্তায় ফেলে দেয়। ছবিটিতে আইএস সমর্থকদের অনিশ্চিত ও রহস্যময় জীবনকে সফলভাবে সামনে নিয়ে আসা হয়েছে।

সিন দা নুইট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এবারের ১৬তম পর্ব ফ্রান্সের প্যারিসে ৪ থেকে ১৪ অক্টোবর অনুষ্ঠিত হয়। সূত্র: মেহর নিউজ এজন্সি।