ফরাসি উৎসবে সেরা পুরস্কার জয় ইরানি ছবি ‘ইয়ালদা’র
পোস্ট হয়েছে: অক্টোবর ১১, ২০২০

ফরাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পুরস্কার জয় করেছে ইরানি ফিচার ‘ইয়ালদা, অ্যা নাইট ফর ফরগিভনেস’। নির্মাতা মাসুদ বাখশির চলচ্চিত্রটি ইএলএলই উৎসবে গ্যান্ড প্রিক্স সিনেমা পুরস্কার জিতেছে।
দশম ইএলএলই সিসেমা গ্র্যান্ড প্রিক্সে জুরি বোর্ডের সদস্যদের ৭০টি ভোট লাভ করে ‘ইয়ালদা, অ্যা নাইট ফর ফরগিভনেস’।
ফিচারটি মরিয়ম নামে এক তরুণীর কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে। স্বামী নাসেরকে খুনের দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইরানি আইনে ভুক্তভোগীর পরিবার তাকে ক্ষমা করতে পারে এবং তার জীবন ফিরিয়ে দিতে পারে। মরিয়মের পরিণতি ঠিক করার সিদ্ধান্ত নিতে হয় নাসেরের মেয়ে মনাকে। ইরানের সবচেয়ে জনপ্রিয় টিভি রিয়েলিটি শো’র পরিচিত মুখ মনা।
এরআগে ফিচারটি আমেরিকায় অনুষ্ঠিত সানড্যান্স চলচ্চিত্র উৎসবে শীর্ষ একটি পুরস্কার লাভ করে। উৎসবের ওয়ার্ল্ড সিনেমা ড্রামা বিভাগে ছবিটি গ্র্যান্ড জুরি লাভ করে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।