শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ফরাসি উৎসবে সেরা অ্যানিমেশন ‘দিস সাইড, আদার সাইড’

পোস্ট হয়েছে: এপ্রিল ২৭, ২০২৩ 

news-image

ফ্রান্সের প্যারিসে আয়োজিত ব্রিজ অব পিস ফিল্ম ফেস্টিভালে প্রশংসিত ইরানি চলচ্চিত্র “দিস সাইড, আদার সাইড” তিনটি সেরা অ্যানিমেশনের একটি হিসেবে নির্বাচিত হয়েছে।আন্তর্জাতিক ইভেন্টটি অনলাইনে অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত অ্যানিমেশন মুভিতে পরিচালক লিদা ফজলি দেখান যে, আমরা সবসময় অন্য দিকে ভয় পাই, যদিও আমরা সবাই একই। যখন একটি যুদ্ধ তাদের পৃথিবীকে বিচ্ছিন্ন করে দেয়, তখন একটি ছোট মেয়ে এবং একটি ছোট ছেলে দুই পক্ষ থেকে তাদের যাদুকরী রঙিন চকপেন্সিল দিয়ে যুদ্ধ থামাতে একত্রিত হয়। কিন্তু আমরা সবাই জানি এটা শুধুই কল্পনা। বাস্তব যুদ্ধ বন্ধ করা এত সহজ নয়; ক্ষতি সারানো এত সহজ নয়।

ফিল্মটি এর আগে কয়েক ডজন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে এবং স্লোভাকিয়ায় ২০২০ সালের দ্বিবার্ষিক অ্যানিমেশন ব্রাতিস্লাভায় ইউনিসেফ পুরস্কার সহ বেশ কয়েকটি পুরস্কার জিতেছে।
সূত্র: তেহরান টাইমস।