শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফরাসি উৎসবে লড়বে ‘ক্যামেল অ্যান্ড মিলার’

পোস্ট হয়েছে: মার্চ ১, ২০২৩ 

news-image

আবদুল্লাহ আলিমোরাদ পরিচালিত ‘ক্যামেল অ্যান্ড মিলার’ শিরোনামের ইরানি অ্যানিমেশন সিনেমা সংগ্রহটি ফ্রান্সে এশিয়ান সিনেমার ২০২৩ ভেসল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানোর কথা রয়েছে।‘ক্যামেল অ্যান্ড মিলার’ অ্যানিমেশন সংগ্রহটি ‘দ্য হোয়াইট-উইংড’, ‘নো সাবস্টিটিউট’ এবং ‘দ্য ফার্মার অ্যান্ড দ্য রোবট’ নামের তিনটি অ্যানিমেশনের সমন্বয়ে তৈরি করা হয়েছে।এই তিনটি অ্যানিমেশন ‘প্রকৃতি, পরিবেশ এবং প্রাণী’ মূলমন্ত্র নিয়ে তৈরি করা হয় এবং এতে প্রযুক্তি, উন্নয়ন এবং পৃথিবীর দূষণের মধ্যে সম্পর্ক চিত্রিত করা হয়েছে।এশিয়ান সিনেমার ২০২৩ ভেসল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২৮ ফেব্রুয়ারি শুরু হয়েছে এবং ৭ মার্চ মঙ্গলবার শেষ হবে। সূত্র: মেহর নিউজ।