ফজর সঙ্গীত উৎসবের পর্দা নামলো
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২০, ২০২২

ইরানে ৩৭তম ফজর মিউজিক ফেস্টিভালের পর্দা নামলো। বারবাদ অ্যাওয়ার্ড বিজয়ীদের সম্মাননা জানানোর মধ্য দিয়ে এই সঙ্গীত উৎসব শেষ হয়েছে। বছরের সেরা সঙ্গীতগুলোকে এই পুরস্কার দেওয়া হয়।
তেহরানের ভাহদাত হলে আয়োজিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি ও ইসলামিক দিকনির্দেশনা বিষয়ক মন্ত্রী মোহাম্মদ-মেহেদি ইসমাইলিসহ বেশ কয়েকজন সাংস্কৃতিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। ইসমাইলি বলেছেন, “ইরানি সঙ্গীতশিল্পীরা দেশের প্রকৃত শিল্পীদের অন্যতম। তারা সর্বদা ইরানি সংস্কৃতি এবং আচার-অনুষ্ঠানকে সম্মান করেছেন এবং কারোরই এর বাইরে নিজেকে অন্য কিছু হিসেবে দেখানোর অনুমতি নেই।’’ মন্ত্রী আঞ্চলিক ইরানি সঙ্গীতকে একটি মহান সম্পদ বলেও অভিহিত করেছেন এবং ফজর সঙ্গীত উৎসবের আয়োজকদের এই ধারার প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানান। আঞ্চলিক সঙ্গীত বিভাগে “তালেশ” কে বারবাদ পুরস্কার দেওয়া হয়। এটি মজিদ কালবির শুরু করা একটি সঙ্গীত প্রকল্প। এতে উত্তর ইরানের গিলান প্রদেশের তালেশ অঞ্চলে ব্যবহৃত সুরের ওপর আলোকপাত করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।