ফজর সঙ্গীত উৎসবের পর্দা নামছে
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ২০, ২০২০

ইরানের রাজধানী তেহরানের ভাহদাত হলে চলমান ৩৫তম ফজর সঙ্গীত উৎসবের পর্দা নামছে আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)। তেহরান ও ইরানের অন্যান্য দশটি প্রদেশে মর্যাদাপূর্ণ এই উৎসব চলছে।
উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। সম্মান জানানো হবে টার ভার্চুওসো শিল্পী হুশ্যাং জারিফ, পিয়ানোবাদক ওফেলিয়া পারতো, আশিক হাসান এসকানদারি এবং কম্পোজার ও কন্ডাক্টর নাদের মাশায়েখিকে।
ইরানের সর্বাপেক্ষা প্রসিদ্ধ সঙ্গীত উৎসব ফজর মিউজিক ফেস্টিভ্যাল প্রতি বছর শীতকালে অনুষ্ঠিত হয়। উৎসবের বিভিন্ন বিভাগে জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিমান সঙ্গীত শিল্পীদের পুরস্কৃত করা হয়।
ফজর সঙ্গীত উৎসবের এবারের আসরে তিউনিসিয়া, অস্ট্রিয়া, ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, আজারবাইজান এবং তুর্কমেনিস্তান থেকে ৮টি বিদেশি সঙ্গীত দল যোগ দেয়। সূত্র: মেহর নিউজ এজেন্সি।