বুধবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফজর চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ড ঘোষণা

পোস্ট হয়েছে: জানুয়ারি ৩১, ২০১৮ 

news-image

আগামী পহেলা ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানে পর্দা উঠছে ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (এফআইএফএফ) ৩৬তম আসরের। এরই মধ্যে আন্তর্জাতিক এই চলচ্চিত্র আসরের জুরি বোর্ড তথা বিচারক প্যানেলের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার উৎসবের আয়োজকেরা জুরি এই বোর্ড ঘোষণা করেন।

তেহরান টাইমসের খবরে জানানো হয়, চলচ্চিত্র নির্মাতা কামাল তাবরিজি ও রাসুল সদর আমেলি, চলচ্চিত্রের চিত্রগ্রাহক বাহরাম বাদাখশানি ও চলচ্চিত্র বিশেষজ্ঞ হাসান খোজাস্তেহর সমন্বয়ে এই জুরি বোর্ড ঘোষণা করা হয়।সাত সদস্যের জুরি বোর্ডের অপর সদস্যরা হলেন- চলচ্চিত্র সমালোচক খোসরো দেহকান, প্রযোজক ফেরেশতেহ তায়েরপুর ও অভিনেতা মোহাম্মাদ রেজা ফোরুতান।

৩৬তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব তেহরানে ১ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

উল্লেখ্য, ১৯৮২ সনে প্রতিষ্ঠিত ফজর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল ইরানের বৃহত্তম বার্ষিক চলচ্চিত্র উৎসব। এতে বিভিন্ন দেশের সংস্কৃতি বিনিময় ও সৃজনশীল বিষয়াদি নিয়ে নির্মিত বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন হয়ে থাকে। যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়ে থাকে এই আয়োজনে। সূত্র: তেহরান টাইমস।