ফজর চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল লাইনআপ প্রকাশ
পোস্ট হয়েছে: ডিসেম্বর ২৯, ২০২১

ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র ইভেন্ট ফজর চলচ্চিত্র উৎসবের ৪০তম সংস্করণের আনুষ্ঠানিক প্রতিযোগিতার জন্য লাইনআপ উন্মোচন করা হয়েছে। এবারের ফজর চলচ্চিত্র উৎসবের মূল বিভাগে যেসব ছবি দেখানো হবে রবিবার রাতে তার এই লাইনআপ প্রকাশ করা হয়।
৪০তম ফজর চলচ্চিত্র উৎসবে বাইশটি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করবে। এসব সিনেমার বেশিরভাগই নতুন প্রজন্মের ইরানি চলচ্চিত্র নির্মাতাদের তৈরি। উৎসবের নতুন সভাপতি মাসুদ নাক্কাশজাদেহের অধীনে একটি নতুন দল এই উৎসবের আয়োজন করছে। মাসুদ কিমিয়াই ও রেজা মিরকারিমি এবারের লাইনআপের বড় নাম। সূত্র: তেহরান টাইমস।