রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফজর উৎসবে সেরার মুকুট জিতেছে ‘মাজনুন’

পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৪, ২০২৪ 

news-image

শহীদ মেজর জেনারেল মাহদি জেইনোদ্দিনকে নিয়ে নির্মিত যুদ্ধকালীন নাটক ‘মাজনুন’ ৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র হিসেবে ক্রিস্টাল সিমোরগ পুরস্কার লাভ করেছে।

মেহেদি শামোহাম্মাদি পরিচালিত এবং ওয়াজ আর্টস অ্যান্ড মিডিয়া অর্গানাইজেশন প্রযোজিত চলচ্চিত্রটি ইরান-ইরাক যুদ্ধের (১৯৮০-১৯৮৯) সময় অল্প বয়সী ইরানের উল্লেখযোগ্য শহীদদের একজন মেহেদি জেইনোদ্দিনের সাহসী কর্মকাণ্ডের উপর নির্মাণ করা হয়েছে। বিশেষ করে খায়বার অভিযানের সময় মাজনুন দ্বীপের ঘটনা তুলে ধরা হয়েছে।

রোববার সন্ধ্যায় মিলাদ টাওয়ারে অনুষ্ঠিত উৎসবের সমাপনী অনুষ্ঠানে সেরা সুরকারের জন্য সংগীতজ্ঞ মজিদ এন্তেজামিকে ক্রিস্টাল সিমোরগও এনে দেয় ছবিটি।

এছাড়াও, বেহজাদ খালাজ এবং শবনম কোরবানি ‘মাজনুন’-এ অভিনয়ের জন্য যথাক্রমে সেরা পার্শ্ব অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার জিতেছেন।

বেহরুজ আফখামি ‘দ্য মর্নিং অফ দ্য এক্সিকিউশন’  এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পান। আরাস্তু খোশরাজম ছবিটির জন্য সেরা অভিনেতার পুরস্কারও জিতেছেন।

‘পারভিন’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মারাল বনি-আদম।

সূত্র: তেহরান টাইমস