শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

ফজর উৎসবের তথ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য বিভাগের লাইনআপ ঘোষণা

পোস্ট হয়েছে: জানুয়ারি ১৭, ২০২২ 

news-image

ফজর চলচ্চিত্র উৎসবের এবারের ৪০তম আসরের তথ্যচিত্র এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতার জন্য লাইনআপ ঘোষণা করা হয়েছে। রোববার আয়োজকরা এই লাইনআপ ঘোষণা করেন।১ থেকে ১১ ফেব্রুয়ারি তেহরানে অনুষ্ঠিতব্য উৎসবে নয়টি তথ্যচিত্র এবং দশটি শর্ট ফিল্ম প্রতিযোগিতা করবে।তথ্যচিত্র প্রতিযোগিতায় বিশেষত্ব হিসেবে তুলে ধরা হবে মোহসেন ইসলামজাদেহের “নো ওয়ান ইজ ওয়েটিং ফর ইউ” সিনেমাটিকে।ছবিটি দক্ষিণ তেহরানের গৃহহীন মহিলাদের জন্য প্রতিষ্ঠিত একটি কেন্দ্রের পরিচালক সেপিদেহ আলিজাদেহ এবং তার সহকারী মোনাকে নিয়ে তৈরি করা হয়েছে, যিনি একসময় কেন্দ্রটিতে আশ্রিতা হিসেবে ছিলেন। এখন মোনা সেপিদেহকে সাথে নিয়ে ২৮ বছর আগে ছেড়ে যাওয়া তার দুই সন্তানের খোঁজে যান। তবে তাদের কোনো চিহ্ন পাওয়া যায় না।এছাড়া তথ্যচিত্র প্রতিযোগিতায় নিমা মাহদিয়ানের “দ্যাট ম্যান কাম বাই বাস” অংশ নেবে। প্রামাণ্যচিত্র বিভাগের তালিকায় কামরান জাহদি পরিচালিত ‘‘মাই ব্রাদার’স গান’’ও রয়েছে। সূত্র: তেহরান টাইমস।