শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

ফজর উৎসবের জুরি বোর্ড ঘোষণা

পোস্ট হয়েছে: জানুয়ারি ২৯, ২০২০ 

news-image

ফজর চলচ্চিত্র উৎসবের মূল প্রতিদ্বন্দ্বিতা বিভাগের জুরি বোর্ড তথা বিচারক প্যানেলের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। উৎসবের এবারের ৩৮তম আসর ১লা ফেব্রুয়ারি শুরু হবে।

জুরি বোর্ডের সদস্যরা হলেন- চলচ্চিত্রকার নারগিস আবিয়ার, ফেরেইদুন জেইরানি ও মোহাম্মাদ মেহদি আসগারপুর, সিনেমাটোগ্রাফার তুরাজ আসলানি, প্রোডাকশন ডিজাইনার আব্বাস বেলোন্দি, অভিনেতা সাইদ রাদ, চলচ্চিত্র সমালোচক তাহমাসেব ও সাংস্কৃতিক পরিচালক রেজা পুরহোসেইন।  

ফজর উৎসবের সচিব ইব্রাহিম দারুঘেজাদেহর নির্দেশে নয় সদস্যের জুরি বোর্ড মূল প্রতিদ্বন্দ্বিতা বিভাগের জন্য মনোনীত ২২টি ফিচার চলচচ্চিত্রকে মূল্যায়ন করবে।

তেহরান ও অন্যান শহরে অনুষ্ঠিতব্য দশ দিনব্যাপী ফজর চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ১১ ফেব্রুয়ারি। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।