ফজর উৎসবের জুরি বোর্ড ঘোষণা
পোস্ট হয়েছে: জানুয়ারি ২৯, ২০২০
ফজর চলচ্চিত্র উৎসবের মূল প্রতিদ্বন্দ্বিতা বিভাগের জুরি বোর্ড তথা বিচারক প্যানেলের সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। উৎসবের এবারের ৩৮তম আসর ১লা ফেব্রুয়ারি শুরু হবে।
জুরি বোর্ডের সদস্যরা হলেন- চলচ্চিত্রকার নারগিস আবিয়ার, ফেরেইদুন জেইরানি ও মোহাম্মাদ মেহদি আসগারপুর, সিনেমাটোগ্রাফার তুরাজ আসলানি, প্রোডাকশন ডিজাইনার আব্বাস বেলোন্দি, অভিনেতা সাইদ রাদ, চলচ্চিত্র সমালোচক তাহমাসেব ও সাংস্কৃতিক পরিচালক রেজা পুরহোসেইন।
ফজর উৎসবের সচিব ইব্রাহিম দারুঘেজাদেহর নির্দেশে নয় সদস্যের জুরি বোর্ড মূল প্রতিদ্বন্দ্বিতা বিভাগের জন্য মনোনীত ২২টি ফিচার চলচচ্চিত্রকে মূল্যায়ন করবে।
তেহরান ও অন্যান শহরে অনুষ্ঠিতব্য দশ দিনব্যাপী ফজর চলচ্চিত্র উৎসবের পর্দা নামবে ১১ ফেব্রুয়ারি। সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।