ফজর উৎসবের আন্তর্জাতিক বিভাগে বিজয়ী যারা
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০২৩
৪১তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। শনিবার বিজয়ী ছবিগুলির নাম ঘোষণা করা হয়।
বিজয়ীরা নিম্নরূপ: রেজিস্টেন্স অ্যাওয়ার্ড: -সেরা চলচ্চিত্র পুরস্কার: মোহাম্মদ হোসেন লতিফি পরিচালিত ‘স্ট্রেঞ্জ’ -শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য ক্রিস্টাল সিমর্গ: মোহাম্মদ আসগরী পরিচালিত ‘মাড রুম’। ইন্টারফেইথ অ্যাওয়ার্ড: -শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার: হোসেইন রিগি পরিচালিত ‘হুক’ ইস্টার্ন ভিস্তা (এশীয়-ইসলামিক দেশ থেকে চলচ্চিত্র): -সেরা শৈল্পিক কৃতিত্বের জন্য ক্রিস্টাল সিমর্গ: সোবহান রাখশানি -সেরা স্ক্রিপ্টের জন্য ক্রিস্টাল সিমোর্গ: আসাল ঝুরায়েভা (কিরগিজস্তান) পরিচালিত ‘গডস গিফট’ -সেরা পরিচালকের জন্য ক্রিস্টাল সিমর্গ: বুয়ান খিশিগ (চীন) পরিচালিত ‘হারহু’। -বিশেষ জুরি পুরস্কার: বাসিল আলখাতিব (সিরিয়া) পরিচালিত ‘দ্য সেজ’ -সেরা চলচ্চিত্রের জন্য ক্রিস্টাল সিমর্গ: অমরসালখান বালজিন্নিয়াম (মঙ্গোলিয়া) পরিচালিত ‘হারভেস্ট মুন’ আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগ (সিনেমা স্যালভেশন): – সেরা শৈল্পিক কৃতিত্বের জন্য ক্রিস্টাল সিমর্গ: ‘ফেয়ারিটেল’ আলেকজান্ডার সোকুরভ (রাশিয়া) – সেরা স্ক্রিপ্টের জন্য ক্রিস্টাল সিমর্গ: ‘ডোন্ট বারি মি উইদাউট ইভান’, পরিচালনা: লিউবভ বোরিসোভা (রাশিয়া) – সেরা পরিচালকের জন্য ক্রিস্টাল সিমোর্গ: জয় শঙ্কর (ভারত) পরিচালিত ‘শিবম্মা’ – বিশেষ জুরি পুরস্কার: নাহিদ আজিজি পরিচালিত ‘কোল্ড সিগ’ – সেরা চলচ্চিত্রের জন্য ক্রিস্টাল সিমোর্গ: আমির বশির পরিচালিত (ভারত-ফ্রান্স-কাতার) ‘দ্য উইন্টার উইদিন’।