ফজর আন্তর্জাতিক থিয়েটার ফেস্টিভাল শুরু
পোস্ট হয়েছে: ফেব্রুয়ারি ১৩, ২০১৯

ইরানের রাজধানী তেহরানে পর্দা উঠল ফজর আন্তর্জাতিক থিয়েটার ফেস্টিভালের। সোমবার তেহরান জুড়ে কয়েকটি হলে একযোগে এই নাট্যোৎসব শুরু হয়। কিছু সংখ্যক ইরানি থিয়েটার এলিটের মনোমুগ্ধকর পারফরমেন্সের মধ্য দিয়ে এবারের ৩৭তম আসর শুরু হয়।
তেহরানের ভাহদাত হলে ফেপারিকো গারসিয়া লোরকার ‘দ্যা হাউজ অব বারনারদা আলবা’ মঞ্চস্থ হয়। এটা মঞ্চস্থ করেন আলি রাফিয়েই। অন্যদিকে পরের দিন মঙ্গলবার আরেকটি পারফরমেন্স মঞ্চস্থ করা হবে।
আন্তর্জাতিক এই নাট্যোৎসবের প্রযোজনায় রোয়া তেইমুরিয়ান, মরিয়ম সাদাত ও মায়েদেহ তাহমাসবি সহ একদল বিখ্যাত অভিনেতা সহায়তা করছেন।
প্রথম দিনে জেসিকা ব্লাঙ্ক ও এরিক জেনসেনের যৌথ প্রযোজনার ‘দ্যা এক্সোনারেটেড’ পরিবেশিত হয়। মঞ্চ নাটকটি পরিচালনা করেন পরিচালক মানিজেহ মাহামেদি। ইরানশাহর থিয়েটার কমপ্লেক্সের সামানদারিয়ান হলে এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়।
ফজর আন্তর্জাতিক থিয়েটার ফেস্টিভালের ৩৭তম আসর তেহরানের ৩৮টি থিয়েটারে অনুষ্ঠিত হচ্ছে। নাট্যোৎসব চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। সূত্র: তেহরান টাইমস।