ফজর আন্তর্জাতিক উৎসবে ৮৭ দেশের ৬২১ চলচ্চিত্র
পোস্ট হয়েছে: জানুয়ারি ১৭, ২০২৪
ইরানের ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৮৭টি দেশের ৬২১টি চলচ্চিত্র জমা পড়েছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটির এবারের ৪২তম আসর ১ থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানিয়েছেন, এ বছরের উৎসবে ফিলিস্তিনের জন্য একটি বিশেষ বিভাগ থাকবে। খবর ইরনার
৪২তম আসরে আন্তর্জাতিক বিভাগে সিনেমা স্যালভেশন (আন্তর্জাতিক প্রতিযোগিতা) এবং ইস্টার্ন ভিস্তা (এশীয়-ইসলামিক দেশের চলচ্চিত্রের প্রতিযোগিতা) সহ দুটি বিভাগ থাকবে।
ইরান ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ভারত, তুরস্ক, ইতালি, রাশিয়া, স্পেন, জার্মানি, মেক্সিকো, চীন, ব্রিটেন, ইরাক, দক্ষিণ কোরিয়া এবং জাপানের মতো দেশগুলি এবারের আসরের আন্তর্জাতিক বিভাগে অংশগ্রহণের জন্য চলচ্চিত্রের নাম নিবন্ধন করেছে।
৪২তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক বিভাগের লক্ষ্য মানসম্পন্ন আন্তর্জাতিক এবং জাতীয় চলচ্চিত্র সনাক্ত করা এবং ইরানি সিনেমার সাথে সংযুক্ত কাজের নির্মাণকে শক্তিশালী ও উৎসাহিত করা।
সূত্র: মেহর নিউজ