প্লুটোর নতুন চাঁদ আবিস্কার করেছে নাসার হাবল টেলিস্কোপ
পোস্ট হয়েছে: জানুয়ারি ৩০, ২০১৩
মার্কিন মহাশূন্য সংস্থা নাসা’র হাবল মহাকাশযানের টেলিস্কোপ প্লুটোর একটি নতুন চাঁদ আবিস্কার করেছে। এই আবিস্কারের ফলে ২০০৯ সালে গ্রহের তালিকা থেকে বাদ পড়া প্লুটোর বিবর্তন ও গঠন পদ্ধতি সম্পর্কে তথ্য জানা সহজ হবে বলে মনে করা হচ্ছে।
এ বছরের জুন ও জুলাইয়ে হাবলের ‘ওয়াইড ফিল্ড ক্যামেরা-তিন’-এর ধারণকৃত নবম সেটের ছবিগুলোয় সনাক্ত করা হয়েছে প্লুটোর এই চাঁদ বা উপগ্রহ। এটি প্লুটোর পঞ্চম উপগ্রহ। এই চাঁদটির গঠন অস্বাভাবিক এবং এর আকার ১০ থেকে ২৫ কিলোমিটার হবে বলে মনে করা হচ্ছে। পি-ফাইভ নামের এ উপগ্রহ শত শত কোটি বছর আগে বরফময় কোনো বিশাল বস্তু ও প্লুটোর সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্লুটোর সবচেয়ে বড় চাঁদ আবিস্কৃত হয়েছিল ১৯৭৮ সালে। হাবল টেলিস্কোপ এ গ্রহের অন্য তিনটি চাঁদ সনাক্ত করেছিল ২০০৬ ও ২০১১ সালে। এই উপগ্রহগুলোর নাম নিক্স, হাইড্রা ও পি-ফোর। প্লুটো গ্রহটি ১৯৩০ সালে আবিস্কৃত হয়েছিল। মার্কিন বিজ্ঞানী ক্লাইড টমবাগ এটি আবিস্কার করেন। আমাদের সৌরজগতের নবম গ্রহ হিসেবে বিবেচিত হয়ে আসলেও ২০০৯ সালে একে গ্রহের তালিকা থেকে বাদ দেয়া হয়।
সংগ্রহ: রেডিও তেহরান