প্রয়াত আনসারিয়ান পেলেন সেরা অভিনেতা অ্যাওয়ার্ড
পোস্ট হয়েছে: জুন ৯, ২০২১

ইরানের প্রয়াত ফুটবলার ও অভিনেতা আলি আনসারিয়ান সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। বুলগেরিয়ার ভিআইজেড উৎসবে তিনি এই অ্যাওয়ার্ড লাভ করেন। চলচ্চিত্রকার মেহদি রেজায়ি পরিচালিত ‘কুলবার্ফ’ সিনেমায় অভিনয়ের জন্য আনসারিয়ানকে সেরা অভিনেতা হিসেবে ঘোষণা করা হয়।
বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় ১১ সেপ্টেম্বর উৎসবের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
কুলবার্ফ রেজায়ির প্রথম ফিচার চলচ্চিত্র। তিনি ইতোমধ্যে পাঁচটি শর্টফিল্ম ও দুটি টিভি সিরিজের কাজ করেছেন।
পারসেপোলিস এফসি দলের সাবেক ডিফেন্ডার আলি আনসারিয়ান এবছরের ৩ ফেব্রুয়ারি ৪৩ বছর বয়সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। কিছু সময় তিনি ইসতেগলাল এফসিতেও খেলেছেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।