বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

English

প্রীতি ম্যাচে সিরিয়াকে হারাল ইরান

পোস্ট হয়েছে: এপ্রিল ৪, ২০২১ 

news-image

প্রীতি ম্যাচে সিরিয়াকে ৩-০ গোলে হারাল ইরানের জাতীয় ফুটবল দল। মঙ্গলবার তেহরানের আজাদি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়।

ফলে ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য এখন প্রস্তুত ইরান ও সিরিয়া।

প্রীতি ম্যাচে ইরানের পক্ষে প্রথম গোল করেন হোসেইন কানানিজাদেগান। মাত্র দুমিনিটের মাথায় গোলের খাতা খোলেন তিনি। সরদার আজমুন ৩৮ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন।

ম্যাচ শেষ হওয়ার ৯ মিনিট বাকি থাকতে ড্রাগন স্কোকিকের দলকে তৃতীয় গোল এনে দেন করিম আনসারিফারদ।

ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে হংকং ও কম্বোডিয়ার বিরুদ্ধে ৩ ও ৭ জুন খেলার কথা রয়েছে ইরানের। অন্যদিকে বাহরাইন ও ইরাকের বিরুদ্ধে ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১৫ জুন। সূত্র: তেহরান টাইমস।