শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারালো ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ১৯, ২০১৯ 

news-image

প্রীতি ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিলের বিপক্ষে জয় পেল ইরানের বালক ভলিবল টিম। শনিবার তিউনিসিয়ায় অনুষ্ঠিত ম্যাচে প্রতিপক্ষের বিরুদ্ধে ৩-১ পয়েন্টের ব্যবধানে জয় ঘরে তোলে ইরানের অনূর্ধ্ব-১৯ দল। বর্তমানে ইরানি টিম বালকদের ২০১৯ এফআইভিবি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। আফ্রিকার দেশটিতে আগামী ২১ আগস্ট এই চ্যাম্পিয়নশিপ শুরু হবে। শনিবার শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ইরান চার সেটের খেলায় একটিতে পরাজিত হয়, জয় পায় বাকি চারটিতে (২০-২৫, ২৫-২০, ২৫-২৩, ২৫-২০)। অর্থাৎ ৩-১ পয়েন্টের ব্যবধানে জয় পায় ফারসি স্কোয়াড। এরআগে দুই প্রীতি ম্যাচে কিউবা ও মিশরকে পরাজিত করে ইরানের যুবারা। বালকদের এফআইভিবি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের এবারের ১০১৯ পর্ব তিউনিসিয়ার রাজধানী তিউনিসে ২১ আগস্ট শুরু হয়ে চলবে ৩০ আগস্ট পর্যন্ত। এই টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নেবে। তারা ৫টি করে দলের সমন্বয়ে চারটি পুলে রাউন্ড-রবিন টুর্নামেন্টে প্রতিযোগিতায় অংশ নেবে। সূত্র: মেহর নিউজ এজেন্সি।