মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্রীতি ম্যাচে জর্ডানকে হারালো ইরান

পোস্ট হয়েছে: আগস্ট ৫, ২০১৯ 

news-image

প্রীতি ম্যাচে জর্ডানকে হারালো ইরানের জাতীয় বাস্কেটবল টিম। শনিবার প্রতিপক্ষকে ৮২-৭০ পয়েন্টের ব্যবধানে পারজিত করে ম্যাচ জিতে ইরান। রোবাবর স্বাগতিক রাশিয়ার বিরুদ্ধে মাঠে নামবে মেহরান শাহিনতাবের ফারসি স্কোয়াড।

এছাড়া ইরান চীনে অনুষ্ঠিতব্য একটি টুর্নামেন্টেও অংশ নেবে। ১৯ থেকে ২৫ আগস্ট টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। এতে নাইজেরিয়া, মন্টেনিগ্রো ও পোল্যান্ডের মুখোমুখি হবে দলটি।

ইরান ২০১৯ এফআইবিএ ওয়ার্ল্ড কাপের গ্রুপ সি তে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা স্পেন, পুয়েরতো রিকো ও তিউনিশিয়ার সাথে পড়েছে। চীনে ৩১ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

পুরুষ জাতীয় বাস্কেটবল টিম নিয়ে ২০১৯ এফআইবিএ বাস্কেটবল ওয়ার্ল্ড কাপের এবারের ১৮তম টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। যদিও ২০১৮ সালে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এবার গ্রুপ পর্বের খেলায় ২৪ দল থেকে ৩২ দলে উত্তীর্ণ করা হয়েছে। সূত্র: তেহরান টাইমস।