প্রীতি ম্যাচে কেনিয়াকে হারিয়েছে ইরান
পোস্ট হয়েছে: মার্চ ৩০, ২০২৩

ইরানের জাতীয় ফুটবল দল (টিম মেল্লি) প্রীতি ম্যাচে কেনিয়াকে হারিয়েছে। নতুন প্রধান কোচ আমির ঘালেনোইয়ের নেতৃত্বে মঙ্গলবার দ্বিতীয় প্রীতি ম্যাচে এই জয় পেল দলটি। আফ্রিকান অতিথিকে ২-১ গোলে পরাজিত করে টিম মেল্লি।
এদিনের ম্যাচটা বেশ সুবিধাজনকভাবেই শুরু করে পারসিয়ানরা। তবে কেনিয়ার প্রতিরোধ ও পাল্টা আক্রমণও ছিল চোখে পড়ার মতো। ফুটবল ম্যাচের প্রথমার্ধ ০-০ গোলে শেষ হয়। ৫০তম মিনিটে ওলুঙ্গা বেঞ্চ থেকে নেমে প্রথম গোলটি করেন এবং কেনিয়া ১-০ গোলে এগিয়ে যায়।শেষ পর্যন্ত ৭৬তম মিনিটে ইরানের চাপ কমে যায়। মোহাম্মদ মোহেবি গোল করে খেলা ১-১ সমতায় নিয়ে আসেন। ৮৩তম মিনিটে বাম দিক থেকে রেজায়ান ক্রস করে কেনিয়ার গোলরক্ষক প্যাট্রিক মাতাসির গোলে বল ঢুকিয়ে দেন। ফলে টিম মেল্লি ২-১ ব্যবধানে এগিয়ে যায় এবং খেলা শেষ হয়। ইরান ২০২৩ সালের এএফসি এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে জুনে ২০২৩ সালের সিএএফএ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করবে। সূত্র: মেহর নিউজ।