রবিবার, ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্রীতি ম্যাচে উজবেকিস্তানকে হারালো ইরান

পোস্ট হয়েছে: অক্টোবর ১১, ২০২০ 

news-image

প্রীতি ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়েছে ইরান জাতীয় ফুটবল দল। বৃহস্পতিবার তাশখন্দের পেক্সটাকর মার্কাজি স্ট্যাডিয়নে ম্যাচটি অনুষ্ঠিত হয়।  

ম্যাচ শুরুর ৪৩ মিনিটের মাথায় প্রথম গোল দিয়ে সফরকারী দলকে এগিয়ে নেয় সরদার আজমুন। এরপর দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মধ্যে দ্বিতীয় গোল করেন ইরানের মেহদি তারেমি। তিনি উজবেকিস্তানের বিরুদ্ধে পেনাল্টি লাভ করে দলকে ২-০ গোলে এগিয়ে নেন।  

কিন্তু এরমাত্র দুই মিনিট পর উজবেকিস্তানের ফরোয়ার্ড এল্ডার শোমুরোদভ বক্সের বাইরে থেকে কিক করে ইরানের বিরুদ্ধে প্রথম গোল করেন। ফলে ২-১ গোলে প্রতিপক্ষকে হারিয়ে ম্যাচ জয় করে ফারসি চিতারা।  

ইরানের কোচ হিসেবে ড্রাগন স্কোকিকের এটি ছিল প্রথম ম্যাচ।

ইরান ১৩ অক্টোবর তুরস্কের আন্টালিয়ায় মালির বিরুদ্ধে পরবর্তী ম্যাচ খেলবে। সূত্র: তেহরান টাইমস।