রবিবার, ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্রীতি ম্যাচে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ইরানের জয়

পোস্ট হয়েছে: জানুয়ারি ১০, ২০২৪ 

news-image

২০২৩ এএফসি এশিয়ান কাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার ইন্দোনেশিয়াকে ৫-০ গোলে হারিয়েছে ইরান জাতীয় ফুটবল দল। কাতারের দোহায় অনুষ্ঠিত ম্যাচে ইরানের পক্ষে সামান ঘোদ্দোস, রুজবেহ চেশমি, শাহরিয়ার মোঘানলু ১টি করে এবং মেহেদি গাইদি দুই গোল করেন।

টিম মেল্লি রবিবার ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৩ এএফসি এশিয়ান কাপ শুরু করবে।
গ্রুপ সি-তে ইরান যথাক্রমে ১৯ ও ২৩ জানুয়ারি হংকং ও সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে।

প্রতিযোগিতায় শিরোপা খরার অবসান ঘটাতে যাচ্ছে আমির গালেনোইয়ের নেতৃত্বে ইরান।
১৯৭৬ সাল থেকে তারা শিরোপা জিততে পারেনি। সূত্র: তেহরান টাইমস