মঙ্গলবার, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

English

প্রিয় নবী

পোস্ট হয়েছে: মার্চ ১৭, ২০২০ 

ইয়াকুব আলী রনি

সবার প্রিয় নবী তিনি
আছেন হৃদয় জুড়ে
দুরূদ সালাম জানাই আমি
যাই না যত দূরে।

তাঁর দেখানো পথে চললে
পাবে তুমি শান্তি,
ঐ নামেতে মধু আছে
লাগে না তো ক্লান্তি।

মহানবীর অনুসারী
আমরা উম্মত
ইচ্ছা আছে করতে যাবো
মদীনা যিয়ারত।

ওগো খোদা নবীর জন্য
করছি মুনাজাত,
রোজ হাশরে নবী মোদের
করবেন সাফাআত

বিজয় এলো দেশে
নজমুল হক চৌধুরী

বিজয় সে তো সবার কাছেই মধুর চেয়ে প্রিয়
বিজয় দিবস কেমনে পেলাম সবাই জেনে নিও।

দীর্ঘ ন’মাস যুদ্ধ করে বিজয় এলো ঘরে
লাখো মানুষ জীবন দিলো এই বিজয়ের তরে।

একাত্তরের মার্চে যখন পাক-বাহিনী এসে
হঠাৎ করে ছুঁড়লো গুলি সারা বাংলাদেশে

গর্জে উঠে তখন সবাই রুখতে তাদের গুলি
সেখান থেকেই আমরা নিলাম অস্ত্র হাতে তুলি।

ডিসেম্বরের ষোল তারিখ পাক-বাহিনী শেষে
সমর্পিত হলো সবাই, বিজয় এলো দেশে।

বিজয় আমার বর্ণমালা
বশিরুজ্জামান বশির

বিজয় আমার সবুজ বাংলা
কদম-কেয়া ফুলÑ
প্রজাপতির রঙিন ডানা
হয় না তার তুল।

বিজয় আমার দেশের মাটি
পাখপাখালির হাট
ধানের শীষে স্বপ্ন ভাসে
শ্যামল-সবুজ মাঠ।

বিজয় আমার বর্ণমালা
লাল সবুজের ছবি
বিজয় কাব্য গান লিখেন
দেশের হাজার কবি।

ফাঁদ
মিতুল সাইফ

কয় সে খোকাÑ আমি মিলন
মাজার রোডে থাকি,
পয়সা দিয়ে কিনে এনে
পুষেছিলাম পাখি।

খাঁচার ভিতর দুধ কলা দিই
তাও করে না গান,
হয় তো পাখির আমার উপর
ভীষণ অভিমান।

তাই উড়িয়ে দিলাম তারে
গান ফেরে তার ঠোঁটে
খাঁচার পাখি নীল আকাশে
মুক্ত হাওয়ায় ছোটে।

নিজের খুশির জন্যে কাউকে
কেউ ফেলো না ফাঁদে,
কষ্ট পেলে তোমার মতই
সবারই মন কাঁদে।