প্রাচীন পায়রা টাওয়ার পরিণত হচ্ছে ঐতিহ্যবাহী রেস্তোরাঁয়
পোস্ট হয়েছে: জুলাই ১২, ২০২১
![news-image](https://www.iranmirrorbd.com/wp-content/uploads/2021/07/3820689.jpg)
ইরানের কেন্দ্রীয় ইসফাহান প্রদেশের ফালাভারজান কাউন্টির প্রাচীন চাহার বোর্জ পায়রা টাওয়ারকে নিকট ভবিষ্যতে একটি ঐতিহ্যবাহী রেস্তোরাঁয় পরিণত করার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। ফালাভারজানের পর্যটন প্রধান হাফেজ কারিমিয়ান শনিবার এই পরিকল্পনার কথা জনান।
চাহার বোর্জ ২৭শ বর্গমিটার জায়গার ওপর নির্মিত। যার অর্থ চারটি টাওয়ার। অর্থাৎ চারটি কবুতরের টাওয়ার নিয়ে চাহার বোর্জ গঠিত। গত কয়েক বছরে টাওয়ারগুলো পূর্ণাঙ্গভাবে পুনরুদ্ধার করা হয়েছে।
কারিমিয়ান বলেন, টাওয়ারগুলোর পুনরুদ্ধার প্রকল্পের চতুর্থ ও চূড়ান্ত পর্বের জন্য তিন বিলিয়ন রিয়াল (৭১ হাজার ৪শ মার্কিন ডলার) বরাদ্দ দেয়া হয়। প্রকল্পটির মধ্যে রয়েছে ছাদে আলোর ব্যবস্থা করা, ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা, কবুতরের বাসাগুলো সংগঠিত করা এবং মাটি ও খড়ের মিশ্র উপাদান ব্যবহার করে প্রাচীরগুলো মজবুত করা।
চাহার বোর্জ পায়রা টাওয়ারগুলোর মধ্যে দুটি বড় টাওয়ার এবং দুটি ছোট টাওয়ার। বড় দুটি টাওয়াররের উচ্চতা ১৮ মিটার এবং এটি প্রায় ১ হাজার বর্গমিটার জায়গা জুড়ে অবস্থিত। আয়তনের দিক দিয়ে ইসফাহানের সবচেয়ে বড় পায়রা টাওয়ার এটি। ২০০৫ সালে চাহার বোর্জ জাতীয় ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করে। সূত্র: তেহরান টাইমস।