প্রযুক্তি বিনিময় কেন্দ্র প্রতিষ্ঠা করবে ইরান-আর্মেনিয়া
পোস্ট হয়েছে: জানুয়ারি ২৫, ২০২১
ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আর্মেনিয়া সংশ্লিষ্ট ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ ও জোরদার করতে একটি প্রযুক্তি বিনিময় কেন্দ্র প্রতিষ্ঠা করবে। দুই দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) সংস্থার প্রধানদের মধ্যে এক বৈঠকে এবিষয়ে সিদ্ধান্ত হয়।
বৈঠকে ইরানি ও আর্মেনিয়ার ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের মধ্যে সহযোগিতা প্রতিষ্ঠা ও দুদেশের মধ্যে একটি প্রযুক্তি কেন্দ্র স্থাপন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
শনিবার ইরান ক্ষুদ্র শিল্প ও শিল্প পার্ক সংস্থার (আইএসআইপিও) ভেন্যুতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক এই বৈঠকে ইরানের এসএমই সংস্থার সিইও আলি রাসুলিয়ান ও তার আর্মেনীয় প্রতিপক্ষ লিভন অহানেসিয়ান উপস্থিত ছিলেন। সূত্র: মেহর নিউজ এজেন্সি।