প্রযুক্তি ফার্মগুলোকে ৫শ মিলিয়ন ডলারের ঋণ ইরানের
পোস্ট হয়েছে: ডিসেম্বর ১৫, ২০১৯

ইরানের প্রযুক্তি ফার্মগুলোকে ৫শ মিলিয়ন ডলার ঋণ দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব ইরান (সিবিআই)। বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশের উদীয়মান
স্টার্ট-আপ ও জ্ঞানভিত্তিক কোম্পানিগুলোকে উল্লিখিত পরিমাণ ঋণ সহায়তা দেওয়া হয়। সিবিআই প্রধান আবদোলনাসের হেম্মাতির বরাত দিয়ে সংবাদ সংস্থা আইএসএনএ এর প্রতিবেদনে এই তথ্য জানোনো হয়।
হেম্মাতি বলেন, আগের বছরের একই সময়ের তুলনায় ঋণ সহায়তা বেড়েছে ৫২ শতাংশ। সোমবার পশ্চিম তেহরানে আজাদি ইনোভেশন ফ্যাক্টরির প্রযুক্তি ইউনিট পদির্শন কালে তিনি এসব তথ্য জানান। এসময় তিনি বলেন, ইরানে দশ সহস্রাধিক স্টার্ট-আপ ও জ্ঞানভিত্তিক কোম্পানি তৎপর রয়েছে। এসব প্রতিষ্ঠান যথেষ্ঠ সহায়তা ও মনোযোগ আকৃষ্ট করতে পারলে মূল্যবান ফলাফল উপহার দিতে পারবে। অবিরত প্রবৃদ্ধির নিশ্চয়তায় প্রযুক্তি ইউনিটগুলোকে সরকার সহায়তা অব্যাহত রাখবে বলে জানান তিনি।
সূত্র: ফিনানসিয়াল ট্রিবিউন।